মনুষ্যত্ব – রুদ্র অয়ন এর কবিতা

0
627
রুদ্র

রুদ্র অয়ন এর কবিতা

মনুষ্যত্ব

হিংসা নয় দ্বন্দ্ব নয়
নয় খুন হত্যা ,
ফুল হয়ে ফুটুক সবার
মানবিক সত্বা ।

ধর্মের পূর্ণতা পাক
অন্তর মনে সব্বার ,
এক সাথে করি বাস
এন্ড্রু শ্যাম জব্বার ।

কেন কিসের বড়াই
একই রক্তে মাংসে গড়া ,
মিছেমিছি শুধু শুধু
কেন বিভেদ সৃষ্টি করা ।

রহিম যায় মসজিদ
অর্জুন মন্দির ,
বিরাজুক সব মনে
সুমহান সন্ধির ।

কেন এতো বাড়াবাড়ি
লারসা স্বার্থের দ্বন্দ্ব ,
সব ভুলে এসো রচি
সাম্য মনুষ্যত্বর ছন্দ ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
পরবর্তী নিবন্ধআগুনে পুড়ে যাওয়া সেই পরিবারে পাশে “জাগো বাহে কোনঠে সবায়”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে