“মনের তুলিতে”-রিংকু’র কবিতা

0
455
Rinku

“মনের তুলিতে”–রিংকু—

তোমার কপালের ছোট্ট কালো টিপ
ভালোবাসার মায়া ছড়ায়,
তোমার মায়াভরা চোখের দৃষ্টি
যেন প্রেমের মধুময়।

তোমার গোলাপ রাঙা দুটি ঠোঁট
করে প্রেমের আহবান,
তোমার অপরূপ দুটি গাল
যেন আপেলের সাদৃশ লাল।

তোমার মুখের কথা শুনতে লাগে
যেন বসন্তে কোকিলের গান,
তোমার চুলে মেঘের ভেলা
দেখলে জুড়ায় প্রাণ।

তোমার মুখের হাসিতে মুক্তা ঝরে
প্রকৃতির শ্রেষ্ঠ কারুকাজ
তোমার কানের দুলগুলি যেন
বানিয়েছে প্রেমের তাজ।

তোমার হাতের স্পর্শ যেন
আবেগ মিশ্রিত শিহরণ,
তোমার প্রেমের মায়ায় পড়ে
মন করেছে আলিঙ্গণ।

মনটা তোমার কুসুম-কমল
মায়াময়ী এক নারী,
তুমি যাকে বাসবে ভালো
স্বার্থক জীবন তারই।

—–রিংকু——-
(উঃবঃ নাটোর ২২/০৩/২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“নাটোরের ক্রীড়াঙ্গনের প্রাণপুরুষ প্রিয় মুকুল ভাই”-নাসীম উদ্দিন নাসীম
পরবর্তী নিবন্ধ“অগাধ শিল্পে ডানার আয়ু”- মনির জামানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে