মনে নেই-শাহিনা রঞ্জু
নিজেকে চিনতে পারছিনা আজকাল
মনে হচ্ছে পা’দুটি কেমন যেন
অন্য কথা বলছে
বলছে আমাকে ঠিক
মনে পড়ছেনা তাদের
আমার শৈশবকাল তারা
বেমালুম ভুলে গেছে
মক্তবে আমপারা পড়তে গিয়ে
অজু করার অজুহাতে পলাটু খেলার কথা
এসব নাকি তারা কিছুই জানেনা।
সমুদ্র দেখতে লাবনী পয়েন্টে এসে
দৌড়ে স্নানের কথা
তাদের একদম মনে নেই।
Advertisement