মন্বন্তরের ডাক -কবি রুমি চৌধুরী‘এর কবিতা

0
507
Rumi Chowdhury

মন্বন্তরের ডাক

রুমি চৌধুরী

দুই পা সামনে এগিয়ে
চার পা পড়ছি পিছিয়ে
থকথকে অন্ধকারে তলিয়ে যাচ্ছি ক্রমশ
তলিয়ে যাচ্ছে আমাদের মেধা-মনন-মগজ
সভ্যতার দুয়ারে মস্ত তালা ঝুলিয়ে
অবোধের মতো হাসছি বিজয়ের ক্রুর হাসি।

অঘ্রাণের ফসলিম ঘ্রাণকে উপেক্ষা করে
জ্যৈষ্ঠের মরুময় খরাকে জানাচ্ছি অভিবাদন
নিজেদের অজান্তেই দিচ্ছি মন্বন্তরের ডাক।

বোধ আর বুদ্ধির পার্থক্য বুঝি না বলেই
গুঁড়িয়ে দিচ্ছি সম্ভাবনার সমস্ত সোপান
তৈরি করছি অস্তিত্বের চরম সংকট।

দিনে দিনে পরিণত হচ্ছি একেকজন না-মানুষে।

Advertisement
উৎসRumi Chowdhury
পূর্ববর্তী নিবন্ধলালপুরে বিয়ের পাত্রি দেখতে ডেকে এনে গৃহবধু গণধর্ষণ, আটক-৭
পরবর্তী নিবন্ধনাটোর পৌরসভার পৌনে দুই কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে