মন্বন্তরের ডাক
রুমি চৌধুরী
দুই পা সামনে এগিয়ে
চার পা পড়ছি পিছিয়ে
থকথকে অন্ধকারে তলিয়ে যাচ্ছি ক্রমশ
তলিয়ে যাচ্ছে আমাদের মেধা-মনন-মগজ
সভ্যতার দুয়ারে মস্ত তালা ঝুলিয়ে
অবোধের মতো হাসছি বিজয়ের ক্রুর হাসি।
অঘ্রাণের ফসলিম ঘ্রাণকে উপেক্ষা করে
জ্যৈষ্ঠের মরুময় খরাকে জানাচ্ছি অভিবাদন
নিজেদের অজান্তেই দিচ্ছি মন্বন্তরের ডাক।
বোধ আর বুদ্ধির পার্থক্য বুঝি না বলেই
গুঁড়িয়ে দিচ্ছি সম্ভাবনার সমস্ত সোপান
তৈরি করছি অস্তিত্বের চরম সংকট।
দিনে দিনে পরিণত হচ্ছি একেকজন না-মানুষে।
Advertisement