নাটোর কন্ঠ : সিংড়ার পাড়েরা গ্রামের শ্রী মরু পরামানিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার ও পরিবেশ কর্মীরা। শুক্রবার বিকেল ৫ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসান ইমামের নেতৃত্বে ওই পরিবারের খোঁজ খবর নেন মানবাধিকার ও পরিবেশ কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শারফুল ইসলাম খোকন, পরিবেশকর্মী হাসিবুল হাসান শিমুল, জুয়েল রহমান।
পরিবারের সদস্যদের জন্য ডাল, আলু, পিয়াজ, মরিচ, রসুন, কাঁচা তরকারি ও শুকনো খাবার দেওয়া হয়। উল্লেখ্য ঋনের দায়গ্রস্থ মরু প্রামানিককে পরিবার সহ বাড়ি থেকে বের করে দেয় দাদন ব্যব্সায়ী ওস্থানীয় এক ইউিপ সদস্য। পরে স্থানীয় প্রশাসন তাদের বাড়িতে তুলে দেয়।
Advertisement