মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

0
50

লালপুর প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদকে (সা.) ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও মুসল্লিরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর ত্রিমোহনীতে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ জানান। পাশাপাশি ভারতীয় সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান। এ সময় ভারত সরকারের উদ্দেশে হুঁশিয়ার উচ্চারণ করেন বক্তারা। প্রিয় নবীকে (সা.) কটূক্তিকারীদের ফাঁসির দাবিও জানান তারা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ
পরবর্তী নিবন্ধলালপুর থানায় ওপেন হাউজ ডে পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে