মানব সেবা বড় ধর্ম
রুদ্র অয়ন
লোক দেখানো ধার্মিক সেজে
কপাল মাঝে দাগ,
দেশ দরদী নেতাও আজ
খাচ্ছে ঘুষের ভাগ!
হজ্জে গিয়ে পাথর মেরে
শয়তানকে দেয় শিক্ষা,
ক্ষুধায় কাতর প্রতিবেশী
পথের ধারে করে ভিক্ষা!
অসৎ টাকায় হাজী সেজে
হালাল খোঁজে খাবারে,
ভেজাল পণ্যে মুনাফাখোর
মুসলমান দাবী আহা রে!
ধর্ম ধার্মিক কথায় শুধু
মানব সেবা করেনা,
মনুষ্যত্বের নামগন্ধ নেই
ধার্মিক তারে বলেনা।
বিধাতা খুশি তাদের প্রতি
যারা করেন সৎ কর্ম,
একে অপরের কল্যাণে
মানব সেবাই বড় ধর্ম।
Advertisement