“মানুষ” কবি সুপ্রিয় বন্দোপাধ্যায়ের কবিতা

0
577
জার্মানি-এনকে

মানুষ

সুপ্রিয় বন্দোপাধ্যায়

এক মানুষ
আরেক মানুষের ভাষা কোনোদিন
বোঝেনি।
এক মানুষের কাছে আরেক মানুষ
আরেকটি নতুন অচেনা মহাদেশ।

মানুষ একাকী আসে
একা না থাকার চেনা অভিনয় করে
একা অনন্তে চলে যায় একদিন!

এক মানুষ আরেক মানুষের
ভাষা বোঝে নি কোনোদিন!

বিচ্ছিন্ন দ্বীপের মতন এই আগ্নেয়গিরি জীবন
শেষ হলে
একাকীত্বের ইতিহাসটুকু
শুধু
জলের কলমে
লিখে রেখে যায়
মানুষ!

ভাষা বোঝা হয় না।

জার্মানি, মাঝরাত। আট জানুয়ারি ৷ ২০২০ ৷৷

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“লিখতে বসি ভাবনা আসেনা”- বেনজির শিকদারের কবিতা
পরবর্তী নিবন্ধ“আমি তো ফেল”- আক্তারুজ্জামান লেবু’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে