মামু-কামাল খাঁ
কথা তোমার বাক্কা মজার
খালি কর আকাম,
ধরলে কথা – ল যাই মামু
গরুর দুধের চা খাম।
ডাইক্কা আনছো বয়ান দিছো
দামডা দিবো কেডা,
পাঁচ শ টেহার নুট আছে কও
খুচরা নাইগা বেডা।
ফারা বাঁশের চিপাত যেদিন
পরবা মামু তুমি,
দূর বইয়া বাজাম মামু
আমিও ঝুমঝুমি!
Advertisement