“মামু”-কামাল খাঁ’র সমকালীন ছড়া

0
539
www.natorekantho.com

মামু-কামাল খাঁ

কথা তোমার বাক্কা মজার
খালি কর আকাম,
ধরলে কথা – ল যাই মামু
গরুর দুধের চা খাম।

ডাইক্কা আনছো বয়ান দিছো
দামডা দিবো কেডা,
পাঁচ শ টেহার নুট আছে কও
খুচরা নাইগা বেডা।

ফারা বাঁশের চিপাত যেদিন
পরবা মামু তুমি,
দূর বইয়া বাজাম মামু
আমিও ঝুমঝুমি!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধএমএ পাস করেও তিনি হোটেলে থালাবাসন ধোয়ার কাজ করেন……….

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে