“মায়া”
কবি বেণুবর্ণা অধিকারী
থিতুতাই ঘিরে ধরে জীবন
মায়ামমতা ভর করে মস্তিষ্কগহ্বরে
দীর্ঘদিনের অভ্যাসবাস
যাযাবরের আছে স্বর্গরাজ্য
ক্ষতহীন মন, ছুটে চলে নিরন্তর
সংসারী আটকে থাকে গণ্ডীতেই
একরাশ দুঃখ ভর করে স্মৃতিভাণ্ডারে
অকারণ জঞ্জালের স্তুপ
আকড়ে ধরে নিজেকেই
পাহাড় সমান মায়া উৎরেই
নিরুপম এগুতে হয়
ভেতরে উদাসীন বেণুসুর
বেজেই চলুক না হয় অবিরাম
Advertisement