“মা “-ভাস্কর বাগচী’র কবিতা

0
747
ভাস্কর

মা
-ভাস্কর বাগচী
মা, কতদিন তোমার সাথে ঘুমাই না!
তোমার মলিন শাড়ির আঁচলের গন্ধ,
আমার যে কি ভাল লাগত!
তুমি যখন খেতে বসতে,

আমি সবকিছু ফেলে
দৌড়ে তোমার কাছে ছুটে যেতাম!
ভাত মাখা আমাকে যখন তুমি খাইয়ে দিতে!
কি যে স্বাদ! কি শান্তি, আহ!
পড়ার জন্য খেলার জন্য তোমার বকাবকি
আামার ভীষন বিরক্ত লাগতো!
আজ ইচ্ছা করলেও
তোমার বকাবকি শুনতে পাই না!
জ্বরের দিন গুলোতে তুমি যেমন চুপটি করে আমার পাশে বসে থাকতে
আজ ঐ দিন গুলি
শুধুই আমার দুচোখ দিয়ে জল আনে!
জান, মা!
আজ যদি ঢুকড়ে কাঁদতে পাড়তাম,
তাহলে বুকের ভিতর দীর্ঘদিনের
চেপে থাকা পাথরটি মনে হয় গলে যেত।
মা আজ ভীষন ইচ্ছা করছে,
তোমার শরীরের স্পর্শ,
শাড়ীর আঁচলের গন্ধ!
তোমার হাতের ভাত!
কিংবা
তোমার কোলে মাথা রেখে নিঘুম ঘুমাতে।
তুমি আসবে না মা!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আমাদের নাটোর প্রাণের শহর”- মি.পাপ্পু আহমেদের কবিতা
পরবর্তী নিবন্ধ“হিংস্র পশু” – রিংকু’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে