মিটিং // আহমেদ শিপলু
মানুষ বিলুপ্ত হলে পাখিরা মুক্তি পাবে ঈশ্বরধারণা থেকে। এই কথা বলছিলো যে পাখিটি, তার চোখ ছিলো কচুপাতার গা বেয়ে নেমে যাওয়া জলের উপর লাফিয়ে পড়া একটা কুনোব্যাঙের দিকে।
রেস্তোরাঁয় রেস্তোরাঁয় টেবিলের পায়া বেয়ে উঠে যাবে কলমীলতার ঝাঁক, পিরিচে পিরিচে পাখির বাসা… মাইকগুলো স্তব্ধ হলে ছুটে আসবে দূরের পাখিরাও। সমুদ্রপারে যেমন খেলছে ডলফিন পরিবার।
মানুষের অনুপস্থিতি ফেরাতে পারে অরণ্য, রঙিন বিকেল, ঝকঝকে নীল তারাভরা আকাশ। মেঘের মিটিংয়ে বাতাসেরাও জানিয়ে গেলো সহমত।
২৯ মার্চ ২০২০
Advertisement