“মিথিলা সংক্রান্ত জটিলতা সিরিজ ৭.”-কবি সালেহীন বিপ্লবের কবিতা

0
345
বিপ্লব এনকে

মিথিলা সংক্রান্ত জটিলতা সিরিজ-৭ .

সালেহীন বিপ্লব

মিথিলার কথা উঠালেই
বারবার শুনতে হয়েছে বিদেহ রাজ্যের গল্প যেনো-
আগুন পোড়া অথবা দেওয়াল চাপাপড়া কোনো মেয়ে,
ভাতের ভুলে উল্লাপাড়া থেকে
টানবাজারে যাওয়া কিশোরী,
নারদের পাড়ে থকথকে ঘা হয়ে উঠতে থাকা
কোনো শিল্পএলাকার নাম
মিথিলা থাকতে নেই
থাকতে নেই ঘুমের ঘুঙুর পায়ে ক্লাস সেভেনের সহপাঠী বালিকার নাম…

মিথিলা
এ যেনো কার রক্তরাজ ফুলের ফালি, কারো বাম অলিন্দের ব্যথা!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র মাসিক ১০৯তম আসর ! “-বেনজির শিকদার, নিউইয়র্ক থেকে: 
পরবর্তী নিবন্ধ“জীবন চক্র”-মুন রায় চৌধুরী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে