“মিথিলা সংক্রান্ত জটিলতা-১০”-সালেহীন বিপ্লবের কবিতা

0
342
বিপ্লব এনকে

মিথিলা সংক্রান্ত জটিলতা-১০
—সালেহীন বিপ্লব

মিথিলা, জানা আছে কি তোমার?
শব্দ তৈরিতে পারদর্শিরা প্রুভরিডার হতে পারে
কখনই ভালো প্রেমিক নয়।
তুমি সংক্রান্ত জটিলতায় যখন একের পর এক প্রলাপ বাক্য আওড়াচ্ছি,
ওরা তখন ব্যস্ত রোহিঙ্গা শব্দের আভিধানিক ও পারিভাষিক মর্মার্থ বিশ্লেষনে।

এশিয়ান হাইওয়ে
মন ও মগজে আচ্ছন্ন পুঁজি।
মানবতা, ধর্ম, ত্রান,জাতিসংঘ শব্দগুলো জন্মনিয়ন্ত্রক পণ্যেরমত পুঁজিবাদের একেকটা ব্র্যান্ডিং প্রোডাক্ট
শোষন অথবা ধর্ষনের জন্যে যেটাকে যেভাবে ব্যবহারে অভ্যস্থ করে তুলছে মোড়ল মোড়োক।

বিশ্বাস করো,
কচি মায়াবি মুখ নিয়ে পানিতে ভেসে উঠা
যে চন্দ্র রোসাং, রোহাং অথবা মহাযানী শিশুকে তোমার মেয়ে বলে পরিচয় করিয়ে দিয়েছিলে
কাঁটাতার জাতীয়তাবাদের আমার এ বিশ্বে তাকে কখনই আমাদের মেয়ে বলে ভাবতে শিখছি না।
অথচ সত্যিই বলছি মিথিলা
শুধু প্রুফরিডার কিঙবা টাইপিস্ট নয়,
যোগ্য প্রেমিক হতে চেয়েছি। আমাদের বিশ্বমানব সন্তানদের প্রতিবাদ প্রতিরোধ শিখাতে চেয়েছি। এছাড়া কি মুক্তি সম্ভব মিথিলা!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ঈশ্বরের সঙ্গে”- কবি সমরজিৎ সিংহ-এর কবিতা
পরবর্তী নিবন্ধকবি রহমান হেনরী’র জন্মদিনে “নাটোর কণ্ঠ’ পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে