মিথিলা সংক্রান্ত জটিলতা-৩
——–সালেহিন বিপ্লব
রবিবার,
তেবারিয়া হাট।
পরে থাকে মিথিলার বাড়ি
কামারশালা আর মধুমিয়ার আম বাগান
ফিরে যাই
নারদের পাড়ে,
কুমোরপাড়ার চাকায় ঘোরে
সপ্নরঙ হাঁড়ি, হারিয়ে যাওয়া শৈশব রাত
যেখানে ভেঙ্গেপড়ে কবিতার সব সংজ্ঞা
মিথ-পুরাণ।
Advertisement