“মিথিলা সংক্রান্ত জটিলতা-৩”-সালেহিন বিপ্লব

0
596
বিপ্লব এনকে

মিথিলা সংক্রান্ত জটিলতা-৩
——–সালেহিন বিপ্লব
রবিবার,
তেবারিয়া হাট।
পরে থাকে মিথিলার বাড়ি
কামারশালা আর মধুমিয়ার আম বাগান

ফিরে যাই
নারদের পাড়ে,
কুমোরপাড়ার চাকায় ঘোরে
সপ্নরঙ হাঁড়ি, হারিয়ে যাওয়া শৈশব রাত
যেখানে ভেঙ্গেপড়ে কবিতার সব সংজ্ঞা
মিথ-পুরাণ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ময়দান বা গড়ের মাঠ নিয়ে কিছুকথা” -লুৎফুন নাহার তিথি
পরবর্তী নিবন্ধ“রাষ্ট্র নয় সমাজ শক্তি জরুরী” – জাকির তলুকদার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে