“মুখোমুখি শেষ বিকেলে” কবি শাহানা আকতার মহুয়া‘ এর কবিতা

0
795
www.natorekantho.com

“মুখোমুখি শেষ বিকেলে”

কবি শাহানা আকতার মহুয়া

মুখোমুখি বসে থাকা চাতক বিকেলে
ডানা মেলে উড়ে যায় ঝাঁকবাঁধা রোদ-
বোঝেনি কেউ কখন যে থেমে গেছে
বন আর বীথিকার গান,
কিছুদূরে, লেকের ধারে মৎস্য-উপাসনায় বসে থাকা লোকটি
হঠাৎ নিজের একটি চোখ তুলে বড়শিতে গেঁথে বেমালুম ছুড়ে দিল
মাছের আঁধারের মতো !

এইসব দেখতে দেখতে দৌড় দেয় সময়ের খরগোশ
পূঁতির মতো ঘনলাল চোখদুটো তুলে চারপাশ দেখে নিয়ে
টুক করে ঢুকে যায় ফের ঘাসের বুনোটে ঘেরা নিঝুম গুহায়।

খুব ছোট আর ভাঙ্গা ভাঙ্গা কথায় জবাব,
কপালের লাল টিপ, গালের একফোঁটা টোল,
আধুনিক কবিতার আড়াল কিংবা নিলর্জ্জ উদ্ভাস
এইসব খুঁটিনাটি বিষয়ে অপ্রয়োজনীয়
কথার সাথে সাথে ফুরিয়ে আসে বিকেলের আয়ু।
গোধূলিটা বড় বেশি উজ্জ্বল আর মায়াময়,
আকাশের গায়ে রঙগুলো লেগে আছে ফাগুয়ার মতো
যেন আলতো ছোঁয়ায় তুলে নেওয়া যাবে
বহতা নদীর মতো গোধূলির রঙ।

মুখোমুখি বসে থাকা এইসব উজ্জ্বল বিকেল কিংবা
লাবণ্যময় গোধূলিবেলা খুব স্বল্পায়ু হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমোহিত কামালের জন্মদিনের অনুষ্ঠান থেকে পালিয়ে…মাসউদ আহমাদ
পরবর্তী নিবন্ধ“খুঁজে পেয়েছো কী?” কবি শাহিনা রঞ্জু‘র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে