“মৃতদের মিছিল”
কবি দেবাশীষ সরকার
নিষ্ঠুর প্রতিশোধ কি তবে শুরু হলো, হে মহাকাল!
যন্ত্রণায় ছটফট করা প্রাণ, বাঁচার আকুতি ছুটে চলে
প্রাণহীন প্রান্তরে…
এই কি তবে সভ্যতার আহুতি!
জানি না, জানিনা যুদ্ধ কাকে বলে, কাকে বলে বিজয়,
এ কোন বিজয়? এ কোন সভ্যতা?
এখানে আলোর মশাল জ্বেলে হয় কি মৃত্যুর প্রার্থনা?
অসহায়ের আহাজারিতে ভরাক্রান্ত আকাশে উরে ঐ কিসের পতাকা?
মুক্ত বাতাসে বিষ, হিমেল হাওয়ায় বিষ,
প্রভাতের আলোকোজ্জ্বল প্রথম রবির কিরণেও বিষ!
এই মায়াময় বিশ্বে নতুন নতুন বিষে আমরা দগ্ধ,
প্রজ্বোলিত, আকণ্ঠ নিমজ্জিত।
সম্পর্কে বিষ, ভালোবাসায় বিষ, বিশ্বাসে বিষ,
বিশ্বাসহীনতায়েও বিষ,
হৃদয়ে, ধর্ম-অধর্ম, আদর্শে- অনাদর্শ সব সব খানে বিষ…..….
তবে শুরু হোক, হে মহাকাল! তোমার নিষ্ঠুর প্রতিশোধ!!
আমাদের দেওয়া অসহ্য যন্ত্রনা,
আমাদের দেওয়া নিষ্ঠুর আঘাত,
ভুল আর অপব্যাখ্যার মুক্ত প্রান্তরে.…হে মহাকাল!
হোক তবে তোমারই জয়,
মৃত্যুর মিছিলে মিছিলে নেমে আসুক মৃতেরা…
২৯-০২-২০২০