মৃত্যুপুরী/ আসাদ জামানের কবিতা
কবি প্রত্যয় হামিদ প্রীতিভাজনেষু…..
কোন রঙ বলো বেশি সুন্দর, কোন রঙটা কম?
কোন রঙটা পর বলো হে!কোনটা বেশি আপন?
মনে রঙমেলা, রঙে রঙ খেলা,রঙের আকশে ঘুড়ি
রঙে রঙ মেখে চল্ দুজনায়, রঙের জগতে উড়ি।
সুস্থতা মানে মাড়িয়ে কষ্ট, হাসিখুশি ভরা প্রান
দুঃখ পেরিয়ে চল্ সবে গাই জীবনের জয়গান।
যতক্ষণ বাঁচি মুখে নিয়ে হাসি, মন প্রজাপতি উড়ি
জানিতো! জীবন যাবে চলে হায়! যাবেই মৃত্যুপুরী।
🍂আসাদজামান
২১.০৩.২০২০
Advertisement