মৃত্যুপুরী/ আসাদ জামানের কবিতা

0
515
asadjaman, natore
মৃত্যুপুরী/ আসাদ জামানের কবিতা
কবি প্রত্যয় হামিদ প্রীতিভাজনেষু…..

কোন রঙ বলো বেশি সুন্দর, কোন রঙটা কম?
কোন রঙটা পর বলো হে!কোনটা বেশি আপন?
মনে রঙমেলা, রঙে রঙ খেলা,রঙের আকশে ঘুড়ি
রঙে রঙ মেখে চল্ দুজনায়, রঙের জগতে উড়ি।

সুস্থতা মানে মাড়িয়ে কষ্ট, হাসিখুশি ভরা প্রান
দুঃখ পেরিয়ে চল্ সবে গাই জীবনের জয়গান।
যতক্ষণ বাঁচি মুখে নিয়ে হাসি, মন প্রজাপতি উড়ি
জানিতো! জীবন যাবে চলে হায়! যাবেই মৃত্যুপুরী।

🍂আসাদজামান
২১.০৩.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“কবিজীবন”- সুবীর সরকারের কবিতা
পরবর্তী নিবন্ধশিরনী তলায় -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে