“মৃত্যু কামনা” – আদিত্য শুভ’র কবিতা

0
337
Suvo

মৃত্যু কামনা
—-আদিত্য শুভ

নেহাতই প্ল্যানচেট করে তোমাকে আনতে পারছি না,
তুমি এখনো জীবিত বলে!
তেপায়া টেবিলের মাঝ বরাবর জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে মোমবাতি!
আজকাল তোমাকে ভীষণ দরকার,
চোখ তুলে তাকিয়ে মুখ জুড়ে চুমু খাওয়া হয়নি অনেকদিন,
বিগত বিচ্ছেদে আমার জামার ভেতরে চাহিদা বেড়েছে খানিক,
কপালের ভাঁজে বয়স বাড়ছে,
ডাকনাম বদলে যাচ্ছে ক্রমসই!
তুমি মরবে কবে?
বারান্দা জুড়ে অপিরিচিত মৃতমুখ,
একেকটা কবর হয়ে উঠছে মারিয়ানা ট্রেঞ্চ!
গভীর থেকে গভীরে একদিন মৃতরাও শরীর খুঁজে পায় প্রেয়সীর!
অন্তত যে কয়েকটা লাশ আমার মত প্রত্যাখাত হয়েছে তাড়াই ভিড় জমাই আমার উঠোনে!
অথচ আমিও জীবিত তুমিও জীবিত!
তুমি মরবে কবে?
কফিন সমেত তাজা রজনীগন্ধা চলে যাচ্ছে লাশ ঘরে,
ঈশ্বরের খেরোখাতায় অকাল মৃত্যুর ইশতেহার!
মাঝরাতে মৃত প্রেমিকের মিছিলে সংহতি জানায় নক্ষত্ররা!
অসময়ের গর্ভপাতে পানা পুকুরে ভাসছে সদ্য ভুমিষ্ট শিশু,
তবু অবিবাহিত যুবক যুবতীর প্রেমের কমতি নেই।
যৌনতার নিগুঢ় বিস্ফোরণে জ্বলে যাচ্ছে হেলসিংকিং!
এরকম পৃথিবী তে প্রিয়তমা-
তুমি মরবে কবে?
যুদ্ধ বিদ্ধস্ত নগরের বুক ফুঁড়ে সমস্ত লাশ যেদিন নগ্ন মিছিলে হাটবে,
যেদিন তোমার প্রতারক ভগবান হিসেব লিখবে আত্মহত্যার!
সেদিন তুমি মরবে?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ বৃষ্টিমগ্নতা / নাজমুল হাসান
পরবর্তী নিবন্ধ“পুরোনো সে ঋণ”- আসাদজামানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে