মেঘনা মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0
1111
www.natorekantho.com

আখতারুজ্জামান : মেঘনা মডেল হাই স্কুলে উদযাপিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২০ আজ মেঘনা মডেল হাই স্কুলে উদযাপিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নে অবস্থিত মেঘনা মডেল হাই স্কুলটি যাত্রার শুরু থেকেই বিদ্যালয়ের ভালো ফলাফল ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য জেলাজুড়ে পরিচিতি লাভ করেছে।

www.natorekantho.com

১২ ফেব্রুয়ারি, ২০২০ খ্রি: তারিখে বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দূর-দূরান্ত হতে আগত অতিবৃন্দের আগমনে অনুষ্ঠানটির প্রাণচাঞ্চলতা বৃদ্ধি পায়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন চরমধুয়া ইউনিয়নে সাবেক আওমীলীগ এর সভাপতি জনাব মো. ফরিদ আহমেদ ফকির।

জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ডিসপ্লে, এসেম্বলি, মশাল দৌড়, ৭ই মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সিকদার, চেয়ারম্যান, চর মধুয়া ইউনিয়ন পরিষদ, রায়পুরা, নরসিংদী।

www.natorekantho.com

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আহসান সিকদার, প্রতিষ্ঠাতা মেঘনা মডেল হাই স্কুল। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষাক, মো. মহসিন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মো. ফরিদ ফকির, নূর আলম ফকির, ইউপি সদস্য (দুলাল ফকির, হাশেম মিয়া, সোনিয়া), রফিকুল ইসলাম, শাহাদ ফকির, ওসমান শিকদার, মজিবর শিকদার, ফারুক শিকদার, বাহা উদ্দিন জীবন, কাজী লেবু, কাজী আবেদ, রূপা সরকার, কাজী রহমত, চরমধুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক জুনায়েদ, সাবেক ইউপি সদস্য মোস্তফা, মজিবর রহমান, আওয়াল শিকদার, ধন মিয়া শিকদার, তাহার সরকার, সালাম বাছির, মতিউর রহমান শিকদার, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন হাবিব শিকদার।

www.natorekantho.com

অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষাক, ওয়াহিদ প্রধান, হান্নান প্রধান, আজিজুল ইসলাম, জালাল খান, টুটুন সূত্রধর, মো. কাজল বাছির,  মো. জাহিদ, আরিফ আজাদ, ইউসুফ মিয়া, মুফতি সামছুদ্দিন, লাকী আক্তার, রেখা আক্তার, সাবিনা আক্তার।

অনুষ্ঠান উপলক্ষ্যে চরমধুয়া ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করছিলো। সকাল ৯ টা হতে দুপুর ১.০০ টা পর্যন্ত চলে বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা। দুপুর ২.৩০ ঘটিকা হতে বিকাল ৫.৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত মনোমুদ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

www.natorekantho.com

সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন লাকী আক্তার ও ওয়াহেদ প্রধান। প্রতি বছরের ন্যায় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোমুদ্ধগকর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য দূর-দূরান্ত হতে বিভিন্ন অতিথিবৃন্দ আগমন করেছিলেন।

অতিথিবৃন্দের মধ্যে ছিলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলা আইনজীবি সমিতির কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো. শাহ পরান, নাটোর ডিসি অফিসে কর্মরত মো. আক্তারুজ্জামান, গাজীপুর জেলার এফএইচ পি এনজিওতে কর্মরত মো. জাহাঙ্গীর আলম সজিব, বাংলাদেশ বডার গার্ডের কর্মরত জনাব খোকা ফকির, রাশেদ ফকির, শ্রীমঙ্গল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, নাটোর জেলার বিশিষ্ট সমাজসেবক মো. মনির হোসেন, ঢাকা জেলা জর্জ কোর্ট এর এ্যাডভোকেট খায়রুল আলম ফকির, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মামুন ফকির, হারুন অর রশিদ ফকির।

www.natorekantho.com

এছাড়াও অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন শিমুল, উজ্জল, সজিব, শিহাব, সাদমান, আরাফাত, উদয়, জয়, আকাশ, বৃষ্টি, নীরব, রোমান, শাওন, শাকিব, শামীম। মেঘনা মডেল হাই স্কুলটি পিএসসি ও জেএসি পরীক্ষার ফলাফলে সফলতার শীর্ষে অবস্থান করায় অভিভাবকগণের আস্থার জায়গা দখল করে নিয়েছে। গত ২০১৯ সালে পিএসসি পরীক্ষায় শতভাগ পাশসহ ৮০% পরীক্ষার্থী এ প্লাস পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“মনে নেই”-শাহিনা রঞ্জু’র কবিতা
পরবর্তী নিবন্ধ“রাত হওয়ার অপেক্ষায়” কবি সুপ্তি জামান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে