মেঘ বালিকা
কবি চিন্ময় সরকার
মেঘ বালিকা সেদিন আমায় বলেছিল
এক টুকরো সুখ কিনে দিবে?
আমি তাকে বলেছিলাম
তুমি কি কখনো চৈতালি ফসলের
গন্ধ অনুভব করেছো?
সে বলেছিল, অনুভব করিনি তো!
আমি বলেছিলাম-
তাহলে সুখ কিনবো কি করে?
তুমি কি ভাঁটফুল চেনো?
মেঘ বলেছিল-
না, আমি ভাঁটফুল চিনি না!
তবে, সুখ কিনবো কি করে?
ভাঁটের ঘ্রাণের মধ্যেই যে,
সুখ লুকানো গো।
মেঘ বলেছিল-
আমায় একটু প্রেম এনে দিবে?
আমি বলেছিলাম-
হাঁ দেবো, তবে নিধুবনে চলো,
মেঘ বলেছিল-
নিধুবন আবার কোথায় গো?
আমি বলেছিলাম-
নিধুবন হল বৃন্দাবনের সেই বন
যে বনে রাধারানী, কৃষ্ণের সাথে দেখা করত।
সেখানেই তুমি প্রেম দর্শন পাবে গো
সেখানেই প্রেম দর্শন পাবে।
Advertisement