মোনালিসা
পাপ্পু আহাম্মেদ
মোনালিসা মুগ্ধ তোমার সেই হাসি,
স্বপ্ন দেখতে আমি ভালোবাসি।
মোনালিসা তুমি
কপালে পড়লে কালো টিপ,
হয়ে যাই আমি পথ ভোলা পথিক।
রাতের আধারে মুক্তা ভরা মুখের সে হাসিতে,
হার মেনে যায় পূর্ণিমার সেই,
চাঁদের আলো যে !!
তুমি আমার সেই,স্বপ্নের মোনালিসা!!
পূর্ণিমাতে চাঁদ খুঁজিনি,
খুঁজেছি তোমার কাজল কালো দুইটি আঁখি খানি।
Advertisement