যমজ ঘ্রাণ/ রহমান হেনরী’র কবিতা

0
330
রহমান হেনরী

যমজ ঘ্রাণ/ রহমান হেনরী

‘‘আমাকে অরণ্যে নাও!’’ —বলেছিলো:
হাঁপিয়ে ওঠা রূপদগ্ধ পরী;
দূর বিভূঁইয়ে এখনও তার দগ্ধডানার অগ্নিপালক ঝরে…

যদিও জমাট জল হলো সে— অদৃশ্যত, বিস্মৃত অম্বরে
পাখি আমায় অন্যরকম অরণ্য-বাস দিলো—
অথচ তার ঝরতে-থাকা-আগুন বুকে ধরি
.
২.
ঘরের ভিতর আকাশ টাঙাবো না
আকাশ তেমন যোগ্যতম নয়—
টাঙিয়ে দেবো বনের সবুজ-সোনা

আমার শুধুই হারিয়ে ফেলার ভয়

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ইছামতী-সংলগ্ন জনপদের জন্মমৃত্যু-উপাখ্যান” – অমিতকুমার বিশ্বাস
পরবর্তী নিবন্ধ“তিরন্দাজ “- এম আসলাম লিটনের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে