“যাপিত জীবনের গল্প” – আসাদ জামানের কবিতা

0
354
asadjaman, natore

যাপিত জীবনের গল্প
–আসাদ জামান 

উৎসর্গঃ কবি ও নাট্যকার জামাল উদ্দিন
রক্তে রক্তে যাঁকে আমি চিনি।

আকাশ হারিয়ে আর ঘরে,ফেরেনিকো পাখি
তুমি-আমি দুঃখটাকে আড়াল করে রাখি।
বাহিরে পাখনা কেবল, স্বপ্নেরা বুকে
খুঁজে ফেরে নীড় পাখি, কিছু খড়কুটে।
বাসা বোনা ছিলো তার পুরোনো স্বভাব
ঘর ছিলো, সংসার ছিলো,কিসের অভাব?
তবু পাখি কেন আর ফেরেনিকো ঘরে!
সে কথাও যাবে জানা পুরোনো অনেক পরে।
ওড়ার ছলে আকাশ খোঁজা কারও বাহানা
উড়লে পরে সবাইতো আর আকাশ খুঁজে পায়না।
পাখির কাছে নিতান্ত আপন তার ঘর,
একবার খুঁজে পেলে নীড়–
ভুলে যাবে পাখি তার পুরোনো খবর।

১১.০১.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“হাইফেন”-সুমনা পাল ভট্টাচার্য’র কবিতা
পরবর্তী নিবন্ধ“তোমাতেই আমি” কবি মৌ সাহা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে