যে যার মত -কবি শাহিনা খাতুন’এর কবিতা

0
476
Shaheena Ronju

যে যার মত

কবি শাহিনা খাতুন

মাস গেলে মাইনে
দিন গুনি বেতনের
হররোজ এটা নেই সেটা নেই
ঊনত্রিশ ত্রিশ করে মাস চলে যায়
বেতনের অপেক্ষায় থাকা
নিতান্ত মধ্যবিত্ত জীবন।
এভাবেই সময় বেড়ে চলে
এই যে বোকার স্বর্গে থাকা আমি
মৃত্যুর বিষাদে জড়সড় হওয়া
হাজারো প্রাণের মত আমিও এক প্রাণ
নিজেকে অবশ্যম্ভাবী ভেবে
তুষ্ট হয়ে থাকি
কেউ কেউ বলে
ছোটখাটো একটা বোকার স্বর্গ থাকাও ভাল
কত কথা বলি
কিছু কিছু তার বলি মনে মনে
আমার মনের কথা লিখে রাখে নাকি কেউ?
খুব জানতে ইচ্ছে করে
মহাকাব্য হয়ে আছে আমার সময়
সে মহাকাব্যের পঙক্তিমালায়
গভীর দুঃখ রয়ে গেছে
সে মহাকাব্য ছন্দে ভরে আছে
এক নিবিড় আনন্দ
কেউ কিছু দেখেনি
কেউ কিছু পড়েণি
নিজেকে মূল্যবান ভেবে লাভ নেই
ব্যক্তিগত কবিতা কেউ পড়েনা
যে যার মত মরে পড়ে থাকে।

২১.০৫.২০১৯ ইং

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্পান, সাড়ে ৩ কোটি টাকার আম লিচু পেঁপের ক্ষতি
পরবর্তী নিবন্ধঈদ বোনাস দেয়নি এনটিভি ও নাগরিক; আংশিক ডেইলি স্টার-প্রথম আলো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে