রক্ষা করো অরণ্য
কবি চিন্ময় সরকার
একদিন বনের বাঘ ও অধিকারের জন্য
রাস্তায় সারিবদ্ধ হবে,
হাতিরাও জনতার মোড়ে একত্রিত হবে।
সেটা মানববন্ধন হবে না!
বাঘ্র বন্ধন বা হস্তী বন্ধন হবে।
সেখানে একটি ব্যানার থাকবে
লেখা থাকবে-:
‘পশুদের অধিকার, ফিরিয়ে দাও আরেকবার’।
অবাধে বৃক্ষনিধন, বন উজাড়
ওদের নিরাপদ বাসস্থান আজ বড়ই অনিরাপদ।
ওরা-তো বাঁচতে চেয়েছিল,
নির্বিঘ্নে বসবাস করতে চেয়েছিল-
গহীন অরণ্যে সংসার পাততে চেয়েছিল।
ওরা আজ যাবে কোথায়?
প্রাণীদের ভেজা কান্নায় অরণ্য ভিজে যায়,
ওদের ব্যথায় আজ শুকনো পাতা ঝরে পড়ে;
ওদের নীরব প্রতিবাদ মানুষকে
চোখে আঙুল দিয়ে বলতে চায়-
ফিরিয়ে দাও বন, রক্ষা করো অরণ্য।
Advertisement