রহমান হেনরীর কবিতা

0
644
Rahaman

ভেসে যাচ্ছে ক্ষয়ে যাচ্ছে -রহমান হেনরী

.
ভেসে যাওয়া অনেক রকম— জোয়ারের জলে খরকুটোর মতো
ভেসে যাওয়াও ভাসা; প্লাবণের উৎসাহে, মনোরম বিকেলের নৌবিহারও

আমরা, আসলে, একটা রেলস্টেশনের কথা বলতে পারি; যেখানে
সড়ক থেকে উঁচু একটা সিঁড়ি বেয়ে প্লাটফর্মে উঠতে হয়। সেই প্লাটফর্মে
এক মদ্যপ সারাদিন ভিখারি সেজে বসে থাকে— বিশ্রীভাবে
হারমোনিয়াম বাজায়; কেউ তাকে কানাকড়িও দেয় না। অথচ
রাত হলেই তার উদ্দাম-উদ্বাহু নাচ, বিবিধ ব্র্যান্ডে ককটেল
সমগ্ররাত্রি তার ভেসে যায়— নাচে গানে পানে ঘ্রাণে

একটা ট্রেন আর এক অশীতিপর বৃদ্ধ: দুজনেই চুয়াল্লিশ মিনিট বিলম্বে
হাজির হয় প্লাটফর্মে। তারপর, শিস বাজাতে বাজাতে কোথায় যেন চলে যায়!
দিন-রাত, আলো-অন্ধকার, শীত-গ্রীষ্ম কোনই ফারাক নাই। হাওয়ায়
ভাসতে ভাসতে ছুটে আসে ওরা, তারপর— সেই বৃদ্ধ আর সেই ট্রেন
যমজরহস্য হয়ে যায়

বর্ণিত সিঁড়িপথ মাড়িয়ে মাড়িয়ে অনেক বছর ধরে উঠছি আমরা
একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে প্লাটফর্ম

প্রথম ট্রেন ছেড়ে গেছে— আট বছর আগে। শেষ ট্রেন আসবে
আরও তিন বছর পর। অন্য এক পঞ্চবর্ষের কথা না-ই-বা বললাম!
এগারো বছরেও আমরা কি সেই সিঁড়ি ভেঙে
প্লাটফর্মে পৌঁছতে পারবো না?

ক্রমশ, বেশি বেশি ক্ষয়ে যাচ্ছে প্লাটফর্ম। স্টেশন
ভেসে যাচ্ছে— মহাশূন্যের দিকে…
.
.
#রহমানহেনরী; #RahmanHenry

হাঁড়ির খবর 🌸 রহমান হেনরী

স্বল্প জলেই শান্ত রয়েছে মাছ

লোকে তো ভাবছে: চুনোপুঁটি নয় রাঘব বোয়ালই আছে
ঈগল এসেছে নিকটের বনে, মাছরাঙা গাছে গাছে

রাত্রি হলেই জল খলবল উদবিড়ালের নাচ

আয়োজন ভালো। আশা করা ভালো, আরও
আশার রশিতে ফাঁসি হয় কারও কারও

চৈত্র, বোশেখ, জ্যৈষ্ঠের খরা জানে:
চুপ থাক আর লাফিয়ে মরুক— কত মাছ কোনখানে
.
.
#রহমানহেনরী; #RahmanHenry
.
. আমরা আবার আসবো…..

আমরা আবার আসবো— শুকনো পুকুরে জল, ন্যাড়াগাছে নবকিশলয়
আসবো, মাঠে মাঠে শস্যগন্ধ্যা হাওয়া। মাটির গহন ফুঁড়ে উঠে আসবো
অগোচরে হারানো মানুষ। অপকৌশলের দিনে মহারাজ সেজে বসা
পচা-গলা-সাম্যবাদীর সামনে, দাঁড়িয়ে পড়বো রয়েল বেঙ্গল। আসবো,
সামুদ্রিক-দমকা-স্রোতের ত্রাস দুর্বল হতে না হতেই, তৎপরবর্তী
আরও বেগবান স্রোত। আসবো, অন্ধকারে নিহত ও অপনয়ের দিকে চলে যাওয়া
এতিম শিশুরা, ঠিকানা ও দাবিনামা সাথে নিয়ে ফিরে আসবো প্রকট যৌবন

আসবো, ফজর-ওয়াক্তে প্রাণত্যাগী যুবা, বিনা-অপরাধ
আসবো, জবরদখলকৃত জমি আর স্থাবর সম্পদ
প্রগতির পাকস্থলী ছিঁড়ে-ফেঁড়ে বের হবো
গিলে ফেলা: খাল, গাঙ, জলাভূমি, ছোটবড় নদী

আসবো— নিরুদ্দেশের দিকে গুপ্ত-হারানো-সঞ্চালিত কাঁড়ি কাঁড়ি টাকা
আদিরূপে ফিরে আসবো, ধসে-যাওয়া স্টক এক্সচেঞ্জ
পুরনো তক্তা ফালাফালা করে দিতে, আসবোই— ধারালো কুঠার

আমরা আবার আসবো— গ্রাম-গঞ্জ-লোকালয় থেকে
কোটি কোটি পিষ্ট ও থেঁতলানো হাত, কেটে নেয়া জিভ
তোমার মুখের উপর বলে দেবো:
—যথেষ্ট হয়েছে; আর না।
.
.
#রহমানহেনরী; #RahmanHenry
.

Advertisement
পূর্ববর্তী নিবন্ধউম্মে নাযহা’ এর জন্মদিনে, নাটোর কণ্ঠ পরিবারের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধনাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ চারজন আটক, ট্রাক জব্দ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে