“রহস্যময় বিপ্লবীর মতো তুমি” – ওয়াহিদ জালালের কবিতা

0
278
ওয়াহিদ জালাল এনকে

রহস্যময় বিপ্লবীর মতো তুমি
– ওয়াহিদ জালাল

কাঁপতে লাগলো দিগন্তরেখা।
নিদ্রাহীনতাকে কবজ করে স্মৃতির পাখনায়
ভাসছে নিরুপায় আত্মার দহন ।
আমি দুঃখের পাথর ভেঙ্গে এসেছি,
তোমার ঠোঁটের মতো নরম আশ্রয়ের চরে
বাসনাগুলো পুঁতে রাখবো ।

বুকের কাছে রাত্রির চাঁদ উবুড় হয়ে পড়লো,
আমি আবার
আমার দগ্ধ প্রাণের নিঃশ্বাসে অলৌকিক প্রার্থনায়
সংখ্যাহীন ভাবে অসম্ভব গোপন দীর্ঘশ্বাস চাঁদের
হাতের মুঠোয় তুলে দিলাম ।
যার আঙ্গুল আর আঁচলে লুকিয়েছিল অন্ধকার
তার বুকের ধরফর শব্দে, অন্ধকার লুটানো সিজদায় ।

ইমানের পুকুরে তখন ঘাই তুলে মরুর বালিতে
লুটানো বিশ্বাস । আমি জানি,
কপালের স্নেহময় আঘাতে গলগল করে ঝরছে
মহাগ্রাস সমস্ত তুমিময়ে । আর
যে ব্যর্থতা সর্বক্ষণ সাপের মতো জড়ায় নিজের
শ্মশানে পুড়ন্ত শবের মখমল চেহারায় ।

কোন শব্দের গলিত লাশ নয়, নয় কোন যৌবনময়ি,
এদেহের দেয়ালে আঁকা তোমাতে তুমি দীপ্তিময়ি ।

১১/০২/০১৪ইং
ম্যানচেস্টার,ইংল্যান্ড

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আমরা মৃত্যুর লোক”- আসাদজামানের কবিতা
পরবর্তী নিবন্ধ“অনুভব” -লেখক নাজনীন নাহার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে