রাখালকাকু
সুবীর সরকার
তারপর ঘোড়ার পিঠে বন্দুক নামিয়ে রাখলেন
সাহেব
খানিকটা মাঝপথে থেমে যাওয়া গল্পের মত
রাখালকাকুর সাথে একটা ভরা হাটের ভিতর
দেখা হয়েছিল
জোতজমির রোদে আখ্যান হয়ে তাকে দাঁড়িয়ে
থাকতে দেখেছি
একটা কষ্টের জীবন নিয়ে
ব্যালাড লিখে রাখি আমরা
অতিশয় ছোট পাখির ডানায় শীত জমছে
ছায়ার ভিতর আহ্লাদ মেখে হেসে উঠছেন
রাখালকাকু
Advertisement