রাজার চোর
ছড়াকার বুলবুল আহমেদ
চোর ডাকাতরা লুটে নিলো খয়রাতির সব চাল!
সাধু সতি ভান ধরে চোরও দিচ্ছে চোরকে গাল!
জানে সবাই, চোরে চোরে মাসতুতো ভাই ভাই।
কোনো চোরের কড়া শাস্তি হলো এমন নজির নাই!
ওমক করলো চাল চুরি, ওমক নিলো পোশাক!
মাছ ঢাঁকছো ঝুড়ির ভিতর উপরে দিয়ে শাক?
চোরের কঠিন শাস্তি হবে বলেন যে মহাজন,
চোরগুলো তো দলেই আছে, থাকবে কতক্ষণ?
রাজার চোর, চোরের রাজা, চোর কে ধরতে পারে?
মশামাছি নয়, মাকড়সা-জাল বড়ই কীটেরাই ছিড়ে!
বুলবুল আহমেদ
১১.০৪.২০২০
হোম কোয়ারান্টাইন
Advertisement