রাজার চোর -বুলবুল আহমেদ‘এর ছড়া

0
367
Bulbul Ahmed

রাজার চোর

ছড়াকার বুলবুল আহমেদ

চোর ডাকাতরা লুটে নিলো খয়রাতির সব চাল!
সাধু সতি ভান ধরে চোরও দিচ্ছে চোরকে গাল!
জানে সবাই, চোরে চোরে মাসতুতো ভাই ভাই।
কোনো চোরের কড়া শাস্তি হলো এমন নজির নাই!

ওমক করলো চাল চুরি, ওমক নিলো পোশাক!
মাছ ঢাঁকছো ঝুড়ির ভিতর উপরে দিয়ে শাক?
চোরের কঠিন শাস্তি হবে বলেন যে মহাজন,
চোরগুলো তো দলেই আছে, থাকবে কতক্ষণ?

রাজার চোর, চোরের রাজা, চোর কে ধরতে পারে?
মশামাছি নয়, মাকড়সা-জাল বড়ই কীটেরাই ছিড়ে!

বুলবুল আহমেদ
১১.০৪.২০২০
হোম কোয়ারান্টাইন

Advertisement
উৎসBulbul Ahmed
পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি ইউএনও
পরবর্তী নিবন্ধমিরপুরের রাস্তায় -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে