“রাত হওয়ার অপেক্ষায়” কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
552
www.natorekantho.com

“রাত হওয়ার অপেক্ষায়”

কবি সুপ্তি জামান

রাত হওয়ার অপেক্ষায়
রাত জেগে বসে আছি বিনিন্দ্র আমি।
গভীর সুষুপ্ত রাতের গভীরে
কান পেতে শুনব রাতের গান।
জয়ন্তি নদীর দুকূলে
মায়াবী রাত নেমে আসে দূর নক্ষত্র থেকে
তারপর রাত আর তারার সেকি মাখামাখি,
চোখাচোখি আর ভালবাসাবাসি
রাতের আঁধার আদরের চাদরে
জরিয়ে রাখে রাত আর নক্ষত্রকে একসাথে।
আমিও তারার মতো
রাতের গভীরতায় নিমগ্ন হতে চাই
দুদন্ড থামতে চাই
ঘুমের আড়ালে আমার স্বপ্ন না হারায়
তাইতো জেগে রই।
রাতের অপেক্ষায় রাত জেগে বসে রই
বিমর্ষ নিস্ফল ব্যস্ততায় কেটে যায় দিবস
নিশব্দ গাঢ় অন্ধকারে
মাথা পেতে দেব রাতের বুকে
সময় থমকে যাবে
ঘড়িও ঘুমিয়ে থাকবে রাতের আলিঙ্গনে
আমি আর রাত জেগে রই
রাতের বুকে যেমন
জেগে রয় নবীন যুগল।
নলেন গুড়ের মতো আঠালো
রাতের অপেক্ষায় আমি রাত জেগে বসে রই
দিবসের ক্ষত সারিয়ে তুলবো
আঠালো রাত মেখে গাঁয়।
রাতের বুকে কান পেতে শুনবো
গভীর এক সুষুপ্ত রাতের গান
রাতের অপেক্ষায়
রাত জেগে তাইতো জেগে রই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমেঘনা মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধভূমি রেকর্ড, স্বত্ব, মালিকানা, খতিয়ান সংশোধন -আব্দুল খালেক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে