রাধা সমীপে
সমরজিৎ সিংহ
কথাটি জরুরি, না বললে নয় !
গমক্ষেত পার হয়ে, এসো খালপাড়ে,
ভয় নেই, কৃষ্ণপক্ষ, কেউ দেখবে না !
এসো, রাত হয়ে এলে, ঘরে
আজ বর নেই তোমার, সে গেছে ভোটে !
কি বললে ? জানি কি করে ? টপসিক্রেট
এটা, ঘরে তোমার শ্বশুর,
তাকে ঘুমের ওষুধ দিও, কড়া ডোজ !
এই খালপাড় আজ বৃন্দাবন বানাবো আমরা,
যমুনার বদলে ঐ খাল,
কদম গাছের স্থানে পরিত্যক্ত ঘর,
এটুকু তফাত্ কলি ও দ্বাপরে, আর
সব এক, ভূমিকা ও কার্য সহ সব !
এসো, অপেক্ষা করবো, একা, খালপাড়ে !
Advertisement