রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের দাফন সম্পন্ন

0
674

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের দাফন সম্পন্ন।

বড়াইগ্রাম, নাটোর কণ্ঠ: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাড. জালাল উদ্দিন আজ বিকাল ৩.০৪ মিনিটে ডায়াবেটিকস, কিডনি এবং হৃদ রোগ জনিত জটিলতায় ইন্তেকাল করেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা এডভোকেট জালাল উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার বর্ণি মাদ্রাসার মাঠে পুলিশ ও মুক্তিযোদ্ধারা তাকে গার্ড অব অনার দেন। গার্ড অব অনারে সালাম গ্রহন করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। এর পর জানাযা শেষে জাতীয় পতাকায় ঢেকে মরহুমের লাশ কাঁধে বহন করে কবর স্থানে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ ও মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার শেষে মরহুমের লাশ দাফন করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় জমি নিয়ে বিরোধের জের, কৃষক ও তাঁর স্ত্রী আহত
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে