“রাষ্ট্র নয় সমাজ শক্তি জরুরী” – জাকির তলুকদার

0
368
জাকির-এনকে

“রাষ্ট্র নয় সমাজ শক্তি জরুরী”

জাকির তলুকদার

অনেক নারীবান্ধব আইন বানিয়েছেন।
পুলিশ, র‌্যাব, ডিবি, আরো নানা বাহিনী দিয়ে ছেয়ে ফেলেছেন পুরো দেশ।
ধর্ষণ তবু কমে না। বেড়েই চলে।
সব অপরাধই বেড়ে চলেছে।
নিদান কোথায় তাহলে?

নিদান আছে সমাজ-শক্তির পুনরুত্থানে।
রাষ্ট্র বা প্রশাসন নয়। সমাজ। মহল্লাকেন্দ্রিক সমাজ। এলাকাকেন্দ্রিক সমাজ। প্রয়োজনে নিজেদের হাতে আইন ও বিচারের ভার তুলে নেওয়ার সমাজ।
ব্যক্তিস্বাধীনতার নামে আমরা সামাজকাঠামো ভেঙে ফেলেছি।

মহল্লার কোনো বাচ্চাকে সিগারেট খেতে দেখলে তাকে ধমক দেবার অধিকার কেড়ে নিয়েছি মুরুব্বিদের কাছ থেকে।
সন্ধ্যার পরে ছাত্রদের আড্ডা দিতে দেখলে তাদের ধমক দিয়ে বাড়িতে গিয়ে পড়তে বসার জন্য তাগাদা দেবার অধিকার কেড়ে নিয়েছি সিনিয়রদের কাছ থেকে।
রাস্তায় অশ্লীল গালিগালাজ বা অশ্লীল গান গাইতে দেখলে তাদের ধমক দেবার অধিকার কেড়ে নিয়ে নিয়েছি বয়স্কদের কাছ থেকে।
কোনো মেয়েকে টিজ করলে সেই ছেলেকে জনসমক্ষে কান ধরে উঠবোস করানোর অধিকার আমরা কেড়ে নিয়েছি মহল্লার বড় ভাইদের কাছ থেকে।
সমাজ-শক্তির জায়গা যেদিন কেড়ে নিয়েছে পুলিশ, প্রশাসন, রাষ্ট্র– সেদিন থেকেই আমাদের অধোগমনের গতিবেগ অবিশ্বাস্য।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“মিথিলা সংক্রান্ত জটিলতা-৩”-সালেহিন বিপ্লব
পরবর্তী নিবন্ধ“চরিত্রাভিনেতা” – আসাদজামানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে