নাটোর কন্ঠ : নাটোর পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের লালবাজার মহল্লার কিছু উদ্দাম তরুণ পুরো লালবাজার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। জীবানুনাশক স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে এবং তারা পরিকল্পনা করছে হরেনের মোড় এবং রসূলের মোড় এই দুটি স্থানে গেট তৈরি করবে। পুরো লালবাজার মহল্লা আবদ্ধ করে দেবে যাতে অপরিচিত অথবা অন্য কোন স্থানের মানুষ লালবাজার প্রবেশ করতে না পারে। লালবাজার মহল্লার কোন নাগরিক যদি মহল্লার বাহিরে যেতে চায় তবে তাকে উপযুক্ত কারণ জানাতে হবে। যখন সে লালবাজার মহল্লায় প্রবেশ করবে তখন তাকে জীবাণুনাশক স্প্রে দিয়ে সম্পূর্ণ পরিশোধন করে তারপরেই মহল্লায় প্রবেশ করতে দেওয়া হবে। তারা মনে করছে নাটোরের প্রত্যেকটা মহল্লায় এলাকায় এভাবেই আবদ্ধ করে দেওয়া উচিত, তবেই আমরা করোনা ভাইরাস প্রতিহত করতে পারবো বলে মনে করছে তারা।
Advertisement