“লাল সালাম”- তরুন চক্রবর্তী’র কবিতা

0
414
tarun

লাল সালাম/ তরুন চক্রবর্তী

আজ একুশের দিনে তোকে কি দিব দাদু?
লাল সূর্য? ওটা’ত এমনি পাওয়া নয়,
ওটা ছিনিয়ে আনতে হয়! এর জন্য –
অনেক মাটি লাল হয়, লাল হয় দুনিয়া।

লাল পতাকা? ওটা’ত এমনি পাওয়া নয়,
তুলতে জানতে হয়। তখন ঝান্ডা হয়।
ওপরে তুললেই ঝান্ডা হয়না। ওর সাথে-
গগনবিদারী আর্তনাদ উঠে বুকের পাঁজরে।

লাল বই? পড়বি দাদু? যে বই পড়েছে-
গরাদে শিকের ফাঁক গলা আলোতে তোর-
প্রপিতামহ, চশমা চোখে গরাদের শিক এলিয়ে-
তোর প্রপিতামহী, এখনও পড়ে যাঁরা-
নতুন ঝাকড়াচুলে এলোমেলো স্বাপ্নিক।

অথবা লাল গান? বড়দাদুর মত – হেই সামালো?
নাকি মেজদাদুর লাল আবৃত্তি – আমি বিদ্রোহী?
নাকি বড়পিসিদিদার লাল নাটক জ্বলছে ক্ষেতখামার?
নাকি ঠাম্মার মত স্বাধীনতা লাল শহীদের শেষ ভরসা?

আমরা কিছুই দিতে পারিনা দাদু, কেড়ে নিতে হয় –
লাল সূর্য, গোলাপ স্বাধীনতা গান যা তোর মন চায়,
তবে, নিতে হবে দাদু মুঠিবধ হাতে লাল সালামে-
যা সাম্যতার দাবী প্রোথিত করে নিবিড় শান্তিতে।।

ফিজু
২১শে ফেব্রুয়ারী ২০২০ শেষ রাতে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“জারুল গাছের খোঁজে”-কবি শাহিনা খাতুন’এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে উৎসব মুখর পরিবেশে ৭৩১টি প্রা: স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে