লাশের স্তুপ
কবি ফাহমিদা ইয়াসমিন
লাশের স্তুপে ভেসে যাচ্ছে শহর
কারো মুখে কোন কথা নেই আজ।
কে জানতো থেমে যাবে পৃথিবীর কোলাহল
কে দেবে মুছে এত জল।
স্বজনের লাশ পড়ে আছে হাসপাতালে
বারান্দায় রাস্তায়
করার কিছুই নাই
চোখ আজ পাথর
মনের আগের উড়ছে ধুয়া।
পৃথিবী আবার ফিরে আসো
সুন্দরের ছোঁয়ায়
ফিরে আসো শিশুদের কোলাহলে।
এবার থামো লাশ লাশ খেলায়।
আকাশে বাতাসে লাশের গন্ধ
লাশ আর লাশ
লাশ ছাড়া কিছু নেই
কোথাও,শুধু লাশের স্তুপ।
Advertisement