লাশের স্তুপ -কবি ফাহমিদা ইয়াসমিন‘এর কবিতা

0
734
Fahmida-Yasmin

লাশের স্তুপ

কবি ফাহমিদা ইয়াসমিন

 

লাশের স্তুপে ভেসে যাচ্ছে শহর
কারো মুখে কোন কথা নেই আজ।
কে জানতো থেমে যাবে পৃথিবীর কোলাহল
কে দেবে মুছে এত জল।

স্বজনের লাশ পড়ে আছে হাসপাতালে
বারান্দায় রাস্তায়
করার কিছুই নাই
চোখ আজ পাথর
মনের আগের উড়ছে ধুয়া।

পৃথিবী আবার ফিরে আসো
সুন্দরের ছোঁয়ায়
ফিরে আসো শিশুদের কোলাহলে।
এবার থামো লাশ লাশ খেলায়।

আকাশে বাতাসে লাশের গন্ধ
লাশ আর লাশ
লাশ ছাড়া কিছু নেই
কোথাও,শুধু লাশের স্তুপ।

Advertisement
উৎসFahmida Yasmin
পূর্ববর্তী নিবন্ধকরোনা তোমার কারনে -কবি ফাহমিদা ইয়াসমিন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে দুস্থদের জন্য প্রতিদিনই খাদ্য সামগ্রী উপহার থাকছে মেয়র কল্যাণ ট্রাস্টের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে