শব্দহীন অনুভূতি -কবি ভায়লেট হালদার‘এর কবিতা

0
724
Vaylet Haldar

শব্দহীন অনুভূতি

ভায়লেট হালদার

অদিনের বাদলে প্রথম কদম ফোটার কষ্ট
দেখে নিঃশব্দে কেঁদেছিল হিজল ফুল।
আচমকা এক রাত্রিরে সুরের কাঁধে হাত রেখে
জানালা বলেছিল,
রাগ ইমন শ্রাবণ দিনে জমাও তোমার আসর,
সন্ধ্যা নামলে শ্রাবণধারায় ভিজিও দুই চোখ।
খামবন্দী অন্ধ চিঠির দরজা খুলে রেখো,
হাত বাড়িয়ে জড়িয়ে নিও শ্রাবণের ঘ্রাণ।
ঝমঝম বর্ষা নামে,
হিজল ফুলের গন্ধ মাখে দোলনচাঁপার শাড়ি।
জলের উপর একাকী ঝরে, লাল গালিচা বিছায়,
বিসর্জনের বাঁশি বাজে, প্রতিবাদহীন-
হিজল ফুল ভেসে যাবে আজ কৃষ্ণগহ্বরের গাঁয়ে।
বিদায় ক্ষণে কে ই বা জানতে চায়,
কষ্ট’রা কেমন করে বাকহীন হয়?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবনলতা নয় রানী ভবানীর নাটোর -বেণুবর্ণা অধিকারী‘এর ভ্রমন কাহিনি – পর্ব যবনিকা
পরবর্তী নিবন্ধসকাতরে ওই কাঁদিছে সকলে—সুমনা আহমেদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে