শব্দহীন অনুভূতি
ভায়লেট হালদার
অদিনের বাদলে প্রথম কদম ফোটার কষ্ট
দেখে নিঃশব্দে কেঁদেছিল হিজল ফুল।
আচমকা এক রাত্রিরে সুরের কাঁধে হাত রেখে
জানালা বলেছিল,
রাগ ইমন শ্রাবণ দিনে জমাও তোমার আসর,
সন্ধ্যা নামলে শ্রাবণধারায় ভিজিও দুই চোখ।
খামবন্দী অন্ধ চিঠির দরজা খুলে রেখো,
হাত বাড়িয়ে জড়িয়ে নিও শ্রাবণের ঘ্রাণ।
ঝমঝম বর্ষা নামে,
হিজল ফুলের গন্ধ মাখে দোলনচাঁপার শাড়ি।
জলের উপর একাকী ঝরে, লাল গালিচা বিছায়,
বিসর্জনের বাঁশি বাজে, প্রতিবাদহীন-
হিজল ফুল ভেসে যাবে আজ কৃষ্ণগহ্বরের গাঁয়ে।
বিদায় ক্ষণে কে ই বা জানতে চায়,
কষ্ট’রা কেমন করে বাকহীন হয়?
Advertisement