শরতের জলদস্যু
টি এম মিলজার হোসেন
ভাদ্রের শহরে প্রাপ্য যা কিছু ছিলো,
কর্কশ দুপুর রোদে,
চেয়ে-চিন্তে পেয়েছি খামচে এক হাত…
প্রাপ্য ছিলনা,
সামান্য যাকিছু পেয়েছি সোমালিয়ান জলদস্যু বলে!
শতাব্দীর রাত কখনও আপন হয়নি,
মহাকালে যদিও সূর্য ডোবায়
পৃথীবির আলোহীন কালো ভুখন্ড লাস ভেগাস,
রাত অভিশপ্ত আজীবন দন্ড প্রাপ্ত
নিঃস্ব কয়েদির মত,নিশ্চুপ দেহ মন
পৃথিবীর বয়সের ঘেসাঘেসিতে দূর্বল ওজন স্তর
নিরিহ নির্বাক শুভ্র শরৎতের চোখ আঁধারের হতাশায়!
Advertisement