শরত এলো
ফাকিহা সাবিরা কাওকাব চৌধুরী
আকাশটা আজ দারুণ নীলাভ নীল
তুলোর মতো শুভ্র মেঘের সেথায় ওড়াওড়ি ;
মনটা আমার ভীষণ রকম ভালো
আকাশ জুড়ে যেন উড়াই মন পবনের ঘুড়ি!
স্নিগ্ধ সজীব রুপে গন্ধে মাতাল চারিপাশ
শিশিরভেজা শিউলি ফুলের আহা কি সুবাস!!
মুগ্ধ আমার নয়ন পটে তারা করে খেলা
ওমন মায়ায় শান্ত ছায়ায় কেটে যে যায় বেলা!
দুর্বাঘাসে ফড়িং নাচে শিশির পড়ে ঝরে
এলোকেশী কাশফুলেরা হাওয়ায় দেখ ওড়ে
মেঠোপথের সোঁদা গন্ধে গালিচা খানি রাখা
মন ভুলানো মধু মাখা চিত্র যেন আঁকা!
প্রান্ত ছুঁয়ে মেঘের সাথে পাখপাখালির ঝাঁক
বাঁশবনেতে থেকে থেকে ডাহুক পাখির ডাক
ঝিল পুকুরে শাপলা শালুক জড়িয়ে যেন আছে
চাঁদের আলো করে খেলা বিলের জলের মাঝে!
ঝিকিমিকি জোনাক পোকার চলছে কাঁথাফোঁড়;
ঝিঁঝিঁ ডাকা বনের মাঝে সুর সে সুমধুর
শরত ঋতুর আলতো মায়ায় রুপের নেই তো শেষ ;
ঘোমটা টানা সবুজ বনে যেন বধুর বেশ!
Advertisement