শরীরপুরাণ
সুবর্ণা গোস্বামী
নিমন্ত্রণ পেলে আসব।
শরীরটাকেও নিয়ে আসব সাথে।
ডাহুক তুমি কার সঙ্গে শুতে?
তুচ্ছ গেরো,দড়িটাতে শক্ত পোক্ত বাঁধন ছিল তাও।
শরীর বলেই ছিঁড়ে গেল এবং তোমার আমার ঘ্রাণ
আলাপন ফুরিয়ে গেল দমকা হাওয়ায় হায়!
শরীর বলেই জুড়িয়ে গেল উষ্ণ চাদর একটু পরেই।
জানতে তুমি খুব গভীরে, চাদর উষ্ণ নয়।
ছুঁড়ে দিলে তাই অপব্যয়ে আমার আদর চাদরটিকে।
কুড়িয়ে তাকে জলের হাতে আমি যখন চলে এলাম,
এলো শরীরটাও।
Advertisement