শরীরের যত্ন নিয়েন…আমীন আল রশীদ
প্রথম আলোর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতাম। ঢাকা অফিসে এলে সবাই বলতেন– বসো, চা খাও। অন্য পত্রিকা অফিসে যেতাম। এর সাথে ওর সাথে কথা বলতাম। তারা বলতেন, বসো, চা খাও। এত মানুষের ভিড়ে একজন মানুষ কেবল জিজ্ঞেস করতেন, ‘ভাত খাইছ…?’ দুপুর ১২টায় গেলেও বলতেন, ‘বসো, আমার সাথে ভাত খায়া যাবা।’ তারপর আমি যখন ঢাকায় এসে কাজ শুরু করলাম, সেই ভাত খাওয়ানো মানুষটিকে সুযোগ পেলেই বাসায় দাওয়াত করে ভাত খাওয়াতাম। তার পছন্দের খাবার রান্না করতাম। যখন ব্যাচেলর তখনও। বিয়ের পরেও। সেই মানুষটি এখনও মিডিয়ায় আছেন। কিন্তু খুব একটা ভালো নেই। আমরা কে কার খবর রাখি।.. কতজন ভালো থাকেন…। এই শহরে পেশাগত কারণে আরও অসংখ্য মানুষের সাথে পরিচয় হয়েছে। পেশার পরিচয় ছাপিয়ে অনেক সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। সেরকম একজনের সাথে আজ দুপুরে কয়েক বছর পরে দেখা। বয়সে আমার অনেক সিনিয়র। কিন্তু আপনি করেই বলেন। জিজ্ঞেস করলেন শরীর খারাপ কি না। বললাম, না ঠিক আছে।…তারপর অনেক কথা শেষে ওঠার সময় আবার বললেন, শরীরের যত্ন নিয়েন।…এই ‘ভাত খেয়ে যাবা’ অথবা ‘শরীরের যত্ন নিয়েন’ বলা মানুষগুলোর জন্যই বেঁচে থাকাটা সার্থক মনে হয়।