“শহরযাপন (২০১৫)”- আশিকুর রহমানের কবিতা

0
421
www.natorekantho.com

শহরযাপন (২০১৫)
আশিকুর রহমান

গ্রাম এবং শহরের
মাঝখানে একটা নদী থাকে

নদী পারাপারের ভেতর
আরো কয়েকটা গ্রাম

একটা শহরে যেতে হলে
অনেকগুলা গ্রাম পাড়ি দিতে হয়

অনেকগুলা গ্রাম মিলেও
একটা শহর নয়

অনেকগুলা শহর মিলেও
আমাদের তৃপ্তি নয়

দুঃখময়

আমরা গ্রাম ফেলে যাই
আমরা ঘর ফেলে যাই
আমরা বোন ফেলে যাই
প্রতিবেশী
আপনজন
আমরা আমাদের ফেলে যাই

একদিন খুব ভোরে
আমরা অনেকেই শহরে চলে যাই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আমার ভাইয়ের কলমের কসম” কবি নুসরাত শারমিন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“গন্ধম” কবি আজাদুর রহমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে