শহরযাপন (২০১৫)
আশিকুর রহমান
গ্রাম এবং শহরের
মাঝখানে একটা নদী থাকে
নদী পারাপারের ভেতর
আরো কয়েকটা গ্রাম
একটা শহরে যেতে হলে
অনেকগুলা গ্রাম পাড়ি দিতে হয়
অনেকগুলা গ্রাম মিলেও
একটা শহর নয়
অনেকগুলা শহর মিলেও
আমাদের তৃপ্তি নয়
দুঃখময়
আমরা গ্রাম ফেলে যাই
আমরা ঘর ফেলে যাই
আমরা বোন ফেলে যাই
প্রতিবেশী
আপনজন
আমরা আমাদের ফেলে যাই
একদিন খুব ভোরে
আমরা অনেকেই শহরে চলে যাই।
Advertisement