নাটোর কণ্ঠ : নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়। শুক্রবার সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর হাকিমপীরের আস্তানার-
পূর্ব পাশের একটি গম ক্ষেতে জীবিত ছেলে নবজাতক প্রিন্টের শাড়ি দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল। ওই নবজাতক বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়,শুক্রবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন প্রাতরাশ করার সময় হাকিমপীরের আস্তানার পূর্ব পাশের
একটি গম ক্ষেতের মধ্যে প্রিন্টের শাড়ি দিয়ে মোড়ানো এক (ছেলে) নবজাতককে জীবিত অবস্থায় দেখতে পান। পরে নবজাতক শিশু টিকে তিনি উদ্ধার করা বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন বাচ্চাটিকে নিয়ে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মো. খোরশেদ আলম রানা জানান, সকাল ৯টার দিকে দুড়দুড়িয়া এলাকায় গমের ক্ষেতে থেকে পাওয়া একটি নবজাতক হাসপাতালে আনে স্থানীয়রা।
আমার নবজাতককে পরীক্ষা করেছি, সে এখন সুস্থ ও সুন্দর আছে। তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন