শিশু ছড়াকার রাকেশ সাহা’র ছড়া

0
638
www.natorekantho.com

“রঙিন প্রজাপতি”

ছড়াকার রাকেশ সাহা

রঙিন প্রজাপতি তুমি
বন্ধু আমার হবে ?
সকাল-দুপুর-বিকেল সাঁঝে
আমার কাছে রবে ?

পুতুল খেলা খেলবো যখন
বউটা এনে দেবে?
সিপাহী আর লাঠিয়ালদের
সঙ্গে তুমি নেবে ?

আকাশ পানে উড়বে যখন
আমায় নেবে সাথে?
জোনাক হয়ে আলো দেব
তোমায় প্রতি রাতে।

প্রজাপতি তোমায় দেবো
সাত সাগরের পানি,
হারিয়ে কাল যাই যদি গো
কাছে নিও টানি।

বন্ধু তুমি চিরকালই
হৃদ কোটরে রেখো,
সুখে-দুখে আনন্দেতে
আমার পাশে থেকো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“চেনা-অচেনার সন্ধিক্ষণে” কবি মৌ সাহা‘র কবিতা
পরবর্তী নিবন্ধ“কল্পনার রঙে”- রিংকু’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে