শুকনো ধ্বনি দরিয়ায় ডুবে যায়
■ওয়াহিদ জালাল
চোখকে চোখের সামনে থেকে
আড়াল করে দেখো
কতোকিছু দেখতে পাবে,
বোবার শুনা কথা বিশ্বাস যদি
করো অন্ধের মতো
বুঝতে পারবে তুমি
বুকের পাপড়ি খুলে সুখের শরবত
পান করছে চিরকালের শান্তনা।
মঙ্গলের পাশে বসে সমুদ্রের নামে 🌱
যদি কেউ আঙ্গুল দেখায়
গোধূলির একখণ্ড নীরবতা হয়ে যাও,
বুকের ভেতর বসে তোমাকেই কষ্ট
দিয়ে যায় এমন কেউ,
তুমি ধৈর্যকে তার হাওলা করে দাও,
কসম সৃজনের,দেখবে বিশাল পাহাড়টিও
তোমার পথ ছেড়ে অন্যমূখী হয়ে গেলো।
তবু আনায়াসে আপনজনেরা দুঃখগুলো
বিনামূল্যে দিয়ে যায় বানিয়ে গহনা,
খুব কষ্ট হয় এই ভেবে যে,
দুঃখের মূল্য কতো
আজও আমার জানা হলো না।
✍
১০.০৩.২০২০
রেইনহিল,ইংল্যান্ড
Advertisement