“শুভম”
কবি কামরুন্নাহার
তোমার কাছে আমি শুধুই একতাল মাংসপিণ্ড।
ঠিক, মাংসপিণ্ড আমি।
তবে মন ওয়ালা মাংসপিণ্ড।
দেখো, তুমি যেমন জানো টাকা গুলো তোমার।
আমি ঠিক তেমনি জানি মনটা আমার।
এতে দোষ কি বলতো?
তোমার দেয়া গয়না,শাড়ি জড়িয়ে থাকে আমার মাংসপিণ্ডে।
যখন ইচ্ছে, যেমন ইচ্ছে এতে তোমার ব্যবহার।
আমি তো বাধ সাধিনে।
শুধু আমার উড়াল মনটা-
ও ঘুরে বেড়ায়,
এখানে সেখানে। মাঠে, প্রান্তরে।
কখনো রূপকথার তেপান্তরে।
ঘুরে, ঘুরে ও খুঁজে বেড়ায় কত কি?
কখনো রাজ্য, কখনো রাজা।
আবার কখনো ওর স্বপ্নের রাজকুমার কে।
সেই রাজকুমার
যে রাজকুমার সোনার কাঠি, রুপোর কাঠিতে ওর ঘুম ভাঙাবে।
জানতে চাইবে তুমি কে?
আমার মনটা তখন বুঝবে আমি শুধু শরীর নই,মানুষ।
একটা নাম আছে আমার।
রাজকুমার নাম ধরে ডাকবে,
বলবে ভালোবাসি। ভালোবাসি।
ধুর এমন হয় নাকি? হবে নাকি?
মনটা আবার ফিরে আসবে তার নিজস্ব ভুবনে।
তবু ঘুরুক না ও ওর মতো করে।
মাংসপিণ্ড থেকে মনটা আলাদা হয়ে ঘুরে আসুক।
ওর স্বপ্নের প্রান্তরে, তেপান্তরে।
যেখানে খুশি ওর।
যাক ও চুপিচুপি।
মনে মনে খেলুক সুখ সুখ খেলা।
ক্ষতি কি????
৫/২/২০২০