শুভ জন্মদিন.. শেখর কুমার স্যানাল শ্রদ্ধাভাজনেষু .

0
824
Shakhor-Sir

শুভ জন্মদিন শ্রদ্ধাভাজনেষু শেখর কুমার স্যানাল স্যার। আজকের এই দিনে নাটোরকন্ঠ পরিবারের পক্ষ খেকে অভিনন্দন শুভেচ্ছা ও প্রনাম। পরিশেষে কবি আসাদজামান এর কবিতায় প্রনাম জানাই হে মহান শিক্ষাগুরু……………………………

শেখর কুমার স্যানাল শ্রদ্ধাভাজনেষু …..

পুঞ্জিভূত যত ব্যাথা লুকিয়ে বুকে
ভুগছে ধরণী আজ নূতন অসুখে।
এখনও গন্ধ বিলায় ধূপ!
সুখে অভ্যস্ত আমরা ভুলে গেছি
বেদনার রূপ।

থেমে নেই জন্ম!
থেমে নেই মৃত্যু!!
থেমে নেই ভালোবাসা, দুঃখ ঋণ।
কষ্ট সুধা নিভৃতে করে পান
একেকটা দিন শেষে এগিয়ে আসে
মৃত্যু সোপান।

শুভ জন্মদিন..
আসাদজামান

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যা ৬ টার পর বাড়ির বাহির হওয়ার ওপর নিষেধাজ্ঞা,ছুটি বাড়লো ২৫ এপ্রিল পর্যন্ত
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে প্রয়োজন ছাড়া বের হবেন না-পুলিশের বিশেষ টহল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে