কত আয়োজনই না থাকতো এই পহেলা বৈশাখ জুড়ে। গ্রাম অঞ্চলে বসতো মেলা, আম কোড়ালি খাওয়ার জন্য চাকু কিনতে যাওয়া, মেলায় গিয়ে আরাম করে পাপড় ভাজা খাওয়া, লাঠি খেলা দেখা, নতুন পোশাকের বাহার, মিষ্টি মিষ্টান্ন বিতরণ, দোকানে দোকানে চলে হালখাতা। এ সবই আজকের বাস্তবতায় স্মৃতি।
বাঙালি জীবনের এই প্রথম উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ যাতে বঞ্চিত আমরা সব কিছু থেকে, কারন আমাদের এ নীরবতা, নীরবতা ভাঙ্গার জন্য। এ স্তব্ধতা ভবিষ্যতের কোলাহলকে আলিঙ্গন করার জন্য।
আমরা অনলাইনের মাধ্যমে উদযাপন করলাম ভিন্ন আঙ্গিকের এই পহেলা বৈশাখ, নাটোর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে সকলকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা ,
আসুন আমরা সকলেই করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি সরকারি নিয়ম মেনে আমরা আগামীর পথ চলি…..শুভ নববর্ষ
Advertisement