শেষ ফাগুন
=-লিখন
লক্ষ হাজার বছরের কথা জমে আছে বুকে
তোমার সাথে কথা হয়েছে ছিল শেষবার ততদিন আগে,
তুমি কথা নিয়ে গেছো তোমার কথা তুমি ছাড়া কাউকেই বলা যাবে না।
অনুপমা, এত বছরে এত কথার ভার বইতে পারছি না আর,
সময়ের ভারে নিজেও ভারী হয়ে যাচ্ছি
ভারী হয়ে যাচ্ছে চোখাকাশের এক কোণে জমে থাকা মেঘেরা
যেকোন সময় বৃষ্টি নামতে পারে অসময়ে।
আমি চেয়েছিলাম যখন দেবো তোমাকে হাতে হাতে শব্দে শব্দে
জমে থাকা সবগুলো কথা
দেখাবো তোমাকে আমার এতদিনের পুঁজি সব দুঃখ যন্ত্রণা,
তখন দাউ দাউ করে আগুন জ্বলে উঠবো তোমার বুকে।
সেদিনই না হয় আমার মেঘ গলে বৃষ্টি নামবে
নিভিয়ে দিতে তোমার আগুন,
শেষ হয়ে যাবে শেষবার
আমার জীবনের শেষ ফাগুন।
Advertisement